ওয়ার্ডপ্রেস থিম কি ?
ওয়ার্ডপ্রেস থিম :
প্রাথমিকভাবে ওয়ার্ডপ্রেস থিমকে শুধু মাত্র সাইটের বা ওয়েব ব্লগের বাহিরের রূপ/অবয়ব/চেহারা বলা চলে ।
ওয়ার্ডপ্রেস সাইটের টেমপ্লেট পরিবর্তন করার পরেও এটিকে শুধুমাত্র আপনার ওয়েব ব্লগের চেহারার পরিবর্তন হিসেবেই জানবেন ।
ওয়ার্ডপ্রেসের একটি টেমপ্লেট ব্যবহার করে আপনি আপনার সাইটের সব কনটেন্টকে আপনার ইচ্ছাধীন নিয়ন্ত্রন করতে পারেন ।
ওয়ার্ডপ্রেস কিভাবে পোষ্ট পাবলিশ এবং সম্পাদন করবেন ?
একটি ওয়ার্ডপ্রেস থিম অনেকগুলো ফাইল ব্যবহার করে তৈরী হয়, যেগুলোর সমন্বয়ে আপনার সাইটে ব্যবহৃত থিমটি গ্রাফিকাল চেহারা পায় ।
যেমনঃ টেম্পলেটের জন্য প্রয়োজনীয় ইমেজ ফাইল, থিমটির কাঠামোকে ধরে রাখতে স্টাইল সীট (style.css) ফাইল, এবং এইচটিএমএল (.html) এবং পিএইচপি (.php) এর সমন্বয়য়ে ফাংশনাল ফাইল ।
এককথায়, ইমেজ, স্টাইল এবং ফাংশনাল ফাইলের সমন্বয়ে আপনার ওয়েবসাইট এর কনটেন্টকে পাঠক বা গ্রাহকের সামনে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার জন্য ওয়েবসাইট এর যে অবয়ব তৈরী করা হয় সেটাই থিম ।
হাজার হাজার ফ্রী থিম পেতে http://wordpress.org/extend/themes/ এই লিংকে যান ।
ওয়ার্ডপ্রেসে নতুন Theme যোগ করবেন যেভাবে
ওয়ার্ডপ্রেসে কিভাবে নতুন Theme যোগ করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ।
Add Themes
দুটি উপায়ে ওয়ার্ডপ্রেসে থিম যোগ করা যায় । যেমনঃ
- সরাসরি ড্যাশবোর্ড থেকে থিম ইনস্টল এবং
- আপনার বানানো বা ডাউনলোড করা থিম আপলোড
সরাসরি ড্যাশবোর্ড থেকে থিম ইনস্টল
প্রথমে ড্যাশবোর্ডে থাকা Appearance → Themes এই লিঙ্কে ক্লিক করুন ।
Appearance → Themes এই লিঙ্কে গেলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।
নতুন থিম যোগ করতে চাইলে নিচের ছবিতে দেখানো ছবির মত Add New বাটনে ক্লিক করুন ।
Add New বাটনে ক্লিক করলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।
এখান থেকে আপনার পছন্দমত যেকোনো থিম সিলেক্ট করতে পারবেন ।
থিমটির প্রিভিউ দেখতে চাইলে সেই থিমের উপর মাউস কার্সর রাখুন । দেখবেন, নিচে Install এবং Preview নামে দুটি অপশন ।
থিমটি দেখতে চাইলে Preview বাটনে ক্লিক করুন । এবং সাইটে ইনস্টল করতে চাইলে Install বাটনে ক্লিক করুন ।
Install বাটনে ক্লিক করলে নিচের মত একটা পেজ ওপেন হবে ।
থিমটি ইনস্টল করতে চাইলে উপরের ছবিতে দেখানো Activate বাটনে ক্লিক করুন । ব্যস, আপনার থিমটি ইন্সটল হয়ে গেছে ।
আপনার বানানো বা ডাউনলোড করা থিম আপলোড
প্রথমে ড্যাশবোর্ডে থাকা Appearance → Themes এই লিঙ্কে ক্লিক করুন ।
Appearance → Themes এই লিঙ্কে গেলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।
নতুন থিম যোগ করতে চাইলে নিচের ছবিতে দেখানো ছবির মত Add New বাটনে ক্লিক করুন ।
Add New বাটনে ক্লিক করলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে।
নতুন থিম আপলোড করতে চাইলে নিচে দেখানো ছবির মত Upload Theme বাটনে ক্লিক করুন ।
Upload Theme বাটনে ক্লিক করলে নিচের ছবির মত একটা পেজ আসবে ।
এখানে থাকা Browse… বাটনে ক্লিক করে আপনার পিসিতে থাকা থিমটি সিলেক্ট করে Install Now বাটনে ক্লিক করুন । দেখবেন, নিচের মত আরেকটা পেজ ওপেন হবে ।
ওয়ার্ডপ্রেসে Theme কিভাবে Customize করবেন
ওয়ার্ডপ্রেসে Theme কিভাবে Customize করা যায় তা নিচে আলোচনা করা হল ।
Theme Customize
প্রথমে ড্যাশবোর্ডে থাকা Appearance → Themes এই লিঙ্কে ক্লিক করুন ।
Appearance → Themes এই লিঙ্কে গেলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।
উপরের ছবিতে দেখানো Customize বাটনে ক্লিক করলে Customizing পেজ ওপেন হবে ।
আরো একটি পদ্ধতির মাধ্যমে Customizing পেজ ওপেন করা যায় । সেটি নিচে বর্ননা করা হল ।
প্রথমে Appearance → Customize এই লিঙ্কে ক্লিক করুন ।
Appearance → Customize। লিঙ্কে ক্লিক করলে সরাসরি অ্যাক্টিভ থিমের Customizing পেজ ওপেন হবে
এখানে অনেকগুলো অপশন আছে । সেই অপশনগুলোর কাজ নিচে বর্ননা করা হল ।
-
- Site Identity : সাইট বা থিমের লোগো এখান থেকে আপলোড করতে পারবেন । এছাড়াও সাইটের টাইটেল নাম এবং সাইটের টাইটেলের নিচে থাকা ট্যাগলাইনও এখান থেকে পরিবর্তন করতে পারবেন । এখান থেকে আপনি সাইটের ফেবিকন আইকনও যোগ করতে পারবেন, যেটা ব্রাউজারের উপরে লিঙ্কের পাশে ছোট আকারে দেখা যাবে ।
- Colors : এখান থেকে আপনি সাইটের মেইন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হেডার কালার, সাইডবার কালার, হেডার ব্যাকগ্রাউন্ড কালার, সাইডবার ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি পরিবর্তন করতে পারবেন ।
- Header Image : এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের হেডার ইমেজ যোগ করতে পারবেন । না বুঝলে নিচের ছবিটি দেখুন ।
Background Image :
-
- এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে পারবেন ।
- Menus : এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে মেনু যোগ বা পরিবর্তন করতে পারবেন ।
- Widgets : এখান থেকে আপনি আপনার ওয়েবাইটের সাইডবারে বিভিন্ন আইটেম যোগ করতে পারবেন । যেটা Widget নামে পরিচিত ।
- Static Front Page : এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রন্টপেজ কি হবে সেটা সিলেক্ট করতে পারবেন । যদি আপনার সদ্য লেখা পোস্টগুলি ওয়েবসাইটের ফ্রন্টপেজে রাখতে চান তাহলে Your latest posts সিলেক্ট করে দিন । যদি কোনো পেজকে ওয়েবসাইটের ফ্রন্টপেজে রাখতে চান তাহলে A static page এ ক্লিক করে সেই পেজটি সিলেক্ট করে দিন ।