এতে কোন সন্দেহ নেই যে বর্তমানে ফ্রি ফায়ার সবচেয়ে জনপ্রিয় গেম।আজকে আমি ফ্রি ফায়ার এর প্রোমো টপআপ এর অফার সম্পর্কে বলব।
১ টি পোস্ট লিখলে ৫-৩০ টাকা | পেমেন্ট মোবাইল রিচার্জ, বিকাশ, রকেট ও নগদে
এর আগে আমি কোডাশপ থেকে কিভাবে টপআপ করবেন সেই বিষয় নিয়ে একটি পোস্ট লিখেছিলাম।
যেভাবে Coda Shop থেকে ফ্রী ফায়ার ডায়মন্ড টপআপ করবেন | পেমেন্ট বিকাশে
যদিও বর্তমানে কোডাশপ এর জনপ্রিয়তা নেই কারন এখান থেকে টপ আপ করলে আপনাকে ৪৩% এক্সট্রা ফি দিতে হবে।
তো সবাই চায় যে একটু কম দামে টপআপ করতে। আর যদি হয় প্রোমো অফার তাহলে তো কথাই নেই।
ফ্রি ফায়ার প্রোমো টপআপ অফার
প্রথমেই বলে রাখি এই অফার নিতে ফেসবুক ইউজার পাসওয়ার্ড লাগবে না, শুধু গেম আইডি হলেই হবে।
আমি কিছু প্রোমো অফার এর কথা বলব।
প্রথমে একনজরে দেখে নিন অফার গুলো।
💎💎 ২০০ – ৳১৩০
💎💎 ৬২০ – ৳৩৭০
💎💎 ১০৪০ – ৳৬২০
💎💎 ২১২০ – ৳১২৫০
প্রোমো অফার কত বার নিতে পারবেন?
আপনি প্রতিটি আইডিতে একবার নিতে পারবেন।🤗
কোনটা নিবেন আগে থেকে ভেবে নিয়েন।
কোথা থেকে নিবেন
আপনি এই অফার আমার কাছ থেকে নিতে পারেন।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে।
ফেসবুক ইউজার পাসওয়ার্ড লাগবে না, শুধু গেম আইডি হলেই হবে।
এছাড়াও আপনি বর্তমানে অনেকেই এই অফার টা প্রোভাইড করে থাকে তাদের কাছ থেকে নিতে পারেন।
তবে সতর্ক থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত কারো কাছ থেকে নিবেন।
আপনি নিজে কি নিতে পারবেন
অবশ্যই পারবেন, তবে এই জন্য আপনার একটি ক্রেডিট, ডেবিট,ভিসা বা পেপাল থাকা লাগবে। না থাকলে আপনি নিজে এই অফার নিতে পারবেন না।
কিভাবে নিবেন জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।