আজকে আপনাদের সাথে সব সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড শেয়ার করব।
রবি ইমার্জেন্সি ব্যালেন্স কোড
রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়েল করুন,
#১২৩*০০৭# অথবা
০ লিখে পাঠিয়ে দিন ৮৮১১ নাম্বারে
এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স কোড
এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়েল করুন,
*১৪১# অথবা ডায়েল করুন ২০১৪১
গ্রামীন সিম ইমার্জেন্সি ব্যালেন্স কোড
গ্রামীন সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়েল করুন,
*১২১*১*৩# অথবা *১০১০*১#
বাংলালিংক সিম ইমার্জেন্সি ব্যালেন্স কোড
বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়েল করুন,
*৮৭৪#
টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স কোড
টেলিটক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়েল করুন,
*১১২২# অথবা “yes” লিখে পাঠিয়ে দিন ১১২২ নাম্বারে।
আশাকরি ভাল লাগবে। ভুল হলে কমেন্টে জানবেন। এই ধরনের আরো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
এই পোস্টটি পাবলিশ করা হয়ে ছিল ২০১৮ সালে। সর্বশেষ মোডিফাই করা হয়েছে ১০ আগস্ট ২০২০।
আগে মোবাইলে টাকা না থাকলে কল দিয়ে কথা বলার উপায় ছিল না।
গ্রাহকরা টাকার পরিমান কম থাকলে মিসড কল দিতো। কিছু ক্ষেত্রে রিকোয়েস্ট কল দেওয়ার ব্যবস্থা ছিল।
কিন্তু বর্তমানে সিম কোম্পানিগুলো তাদের গ্রাহকদের বসিয়ে রাখতে চায় না। সব সিম কোম্পানিগুলো ইমার্জেন্সি ব্যালেন্স এর ব্যবস্থা করেছে।
এখন আপনার মোবাইলে টাকা না থাকলে বসে থাকতে হবে না। আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এক নয়, ভিন্ন।