একজন ব্লগার হিসেবে আপনি গুগল অ্যাডসেন্স এর কথা শুনে থাকবেন যেটি সবচেয়ে সেরা কনটেক্সচুয়াল অ্যাডস নেটওয়ার্ক।
আজকে আমি দেখাব, কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স একাউন্ট তৈরি করবেন।
আপনি গুগল অ্যাডসেন্স এর অনেক বিকল্প খুজে পাবেন, এবং আপনি যে অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করেন না কেন সর্বশেষ আপনার গুগল অ্যাডসেন্স ই সেরা মনে হবে।
যখন আমি ব্লগিং শুরু করেছি আমার টার্গেট ছিল গুগল অ্যাডসেন্স। প্রথম যখন অ্যাডসেন্স সাইন-আপ করার চেস্টা করেছি আমার অনেক সাহায্যের প্রয়োজন হয়েছিল।
নতুনরা, যারা অ্যাডসেন্স এর সাথে বেশি পরিচিত নয় তারা (wiki details) থেকে দেখে নিতে পারেন।
আজকের ব্লগ পোস্টটা নতুনদের জন্য যারা জানেন না যে কিভাবে গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন।
আবেদন করার আগে,
- অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকা লাগবে।
- আপনার বয়স অবশ্যই ১৮+ হতে হবে অথবা আপনার বাবা-মা বা অভিভাবকদের নাম দিতে পারেন যারা আপনাকে এটি করার অনুমতি দিয়েছে।
স্টেপঃ অ্যাডসেন্স একাউন্ট তৈরি
গুগল অনুমোদন পদ্ধতি পরিবর্তন করেছে। নিচের স্টেপগুলি অনুসরণ করুন।
১. signup করুন।
২. অ্যাডসেন্স অ্যাড আপনার ব্লগে যুক্ত করুন।
৩. আবেদন গ্রহন অথবা বাতিল করে দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
অনুমোদন পেতে একটু সময় লাগে। আবেদন করার আগে নিশ্চিত হয়ে নি যে আপনার তাদের policy মেনে তৈরি করা হয়েছে।
আরো জানতে, অবশ্যই সাইন-আপ পেজ থেকে terms and conditions ভালভাবে পড়ে নিবেন।
স্টেপ বাই স্টেপ গাইড অ্যাডসেন্স একাউন্ট তৈরিঃঃ
প্রথমে এই লিংক থেকে সাইন-আপ পেজে যাবেন।
এখাবে দুটি অপশন পাবেন। নতুন গুগল একাউন্ট তৈরি অথবা আপনার আগের একাউন্ট দিয়ে সাইন-আপ করা
নোটঃ যদি আপনি Domain specific Email যেমন, [email protected] দিয়ে আবেদন করেন তাহলে অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
Website Details
এই পেইজে আপনার ওয়েবসাইটের url দিতে হবে।
Your Information
মনে রাখবেন এই পেজটি অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই ১০০% সঠিক তথ্য দেওয়ার চেস্টা করবেন। এখানে যে নাম ব্যবহার করবেন ব্যাংক একাউন্টে সেই একই নাম থাকা লাগবে।
Adsense policy তে টিক দিয়ে সাবমিট করুন। একবারে আবেদন গ্রহন না করলে হতাস হবেন না৷ আমি ৯ বার আবেদন করার পর অনুমোদন পেয়েছি। কিভাবে অ্যাডসেন্স অনুমোদন পাবেন জানতে নিচের পোস্টটি পড়ুন।
কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন। ভাল লাগলে শেয়ার করবেন।