আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । অনেকদিন পর পোস্ট করলাম , আশা করি সবাই ভাল আছেন ।
নেটের সাথে জড়িত এমন সবারই মূলত শর্টলিঙ্ক করার প্রয়োজন হয় । মাঝে মাঝে হাতের কাছে যেই সাইটটা পাই সেইটা দিয়েই চালিয়ে নেই ।
আবার মাঝে মাঝে প্রয়োজন হয় শর্টলিঙ্ক পাসওয়ার্ড প্রটেক্টেট কিংবা শর্টলিঙ্কএ কোন দেশের ভিজিটর এসেছে তা দেখার ।
তাই আজকে আমি কিছু শর্টলিঙ্ক সাইতের সুবিধা অসুবিধা নিয়ে পোস্ট করলাম । তাহলে শুরু করা যাক ।
শর্টলিঙ্ক তৈরি করার জন্য সেরা ৫ টি ওয়েবসাইট
এই লিস্টে আমি সেরা ৫ টি শর্টলিঙ্ক করার ওয়েবসাইট এর রিভিউ লিখেছি।
#১ Bitly
এইটা জনপ্রিয় একটি শর্টলিঙ্ক করার সাইট । আপনি সরাসরি যেয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন । আর রেজিস্টার করে শর্ট করলে সুবিধা একটু বেশীই পাবেন ।
রেজিস্টার ব্যবহারকারীরা যা যা সুবিধা পাবেনঃ
১)ফোল্ডার করে আপনার গুরত্বপূর্ন লিঙ্ককে বান্ডেল করতে পারবেন
২)আপনার করা সব শর্টলিঙ্কগুলি দেখতে পারবেন ।
৩)কতটা ক্লিক পড়েছে তা দেখতে পারবেন ।
আরও আছে ভিজিট করে দেখে নিতে পারেন ।
#২ TinyUrl
৮০% নেট ব্যবহারকারীই এই নামের সাথে পরিচিত ।এইটাতেও আপনি সরাসরি খুব সহজে লিঙ্ক শর্টকরতে পারবেন ।
Custom alias দিয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন কোন প্রকার রেজিস্টার করা ছাড়াই । browser’s toolbar এই সাইট এড করতে পারবেন ফলে যেকোনসাইটে প্রবেশের পর জাস্ট টুলবারে ক্লিক করলেই কাজ শেষ ।
তবে এখানে রেজিস্টার করার কোন অপশন দেখলাম না । ভুল হলে ধরিয়ে দিবেন ।
#৩ Coxm

এইটাও খুব ভাল ফিচারসমৃদ্ধ একটি সাইট । রেজিস্টার করা ছাড়াই খুবসহজে লিঙ্ককে শর্ট করা যায় । Custom alias দিয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন কোন প্রকার রেজিস্টার করা ছাড়াই ।
আপনি খুব সহজে ফেসবুক টুইটার দিয়ে রেজিস্টার করতে পারবেন ।
Coxm রেজিস্টার ব্যবহারকারীরা যা যা সুবিধা পাবেনঃ
১)আপনার করা সব শর্টলিঙ্কগুলি দেখতে পারবেন ।
২)কতটা ক্লিক পড়েছে তা দেখতে পারবেন ।
৩)কাস্টম লিঙ্ক করতে পারবেন।
৪)লিঙ্ককে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।
৫)জিউটারগেটিং মানি এই লিঙ্ক এ কোনদেশের ভিজিটর প্রবেশ করতে পারবে তা সিলেক্ট করে দিতে পারেবন।
৬)কোনদেশের ভিজিটর কোন লিঙ্ককে ক্লিক করলে কে কোথায় রিডাইরেক্ট করবে তা দেখিয়ে দিতে পারবেন ।
৭)কোন দেশের কত ভিজিটর আসলো , কখন আসলো তা দেখতে পারেবন।
৮)ভিজিটরটা কোথায় থেকে রেফারেল হল তা দেখতে পারেবন ।
৯)ফোল্ডার করে আপনার গুরত্বপূর্ন লিঙ্ককে বান্ডেল করতে পারবেন।
১০)স্প্লাশ পেজ বানাতে পারবেন নিজের এড দেখানোর জন্য।
এন্ড্রয়েড মোবাইল ভাইরাস মুক্ত রাখার উপায়
#৪ is.gd
মোটামুটি জনপ্রিয় একটি সাইট । Custom alias দিয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন কোন প্রকার রেজিস্টার করা ছাড়াই । অবশ্য এইটাতে রেজিস্টারের কোন সিস্টেম নেই।
লিঙ্কটা কি ধরনের হবে মানি ইংরেজি ছোট অক্ষরের নাকি বড় অক্ষরের তা সিলেক্ট করতে পারবেন । আরও জানতে ভিজিট করে দেখতে পারেন ।
#৫ Polr

Polr একটি ওপেন সোর্স প্রোজেক্ট। এটি সম্পূর্ণ ফ্রী।
এই ওয়েবসাইটে মডার্ন মিনিমালিস্টিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। আপনি এর ব্যাসিক ইন্টারফেস ব্যবহার করতে চাইলে এখনই ট্রাই করতে পারেন।
আজ এই পর্যন্তই ।এছাড়াও আরও অনেক লিঙ্ক শর্ট করার সাইট আছে , মূলত আমি যেগুলি বেশী ব্যবহার করি সেগুলিই দিলাম এখানে , ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ সবাইকে ।