ওয়ার্ডপ্রেস সেটিংস কি ?
ওয়ার্ডপ্রেস সেটিং দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের বেসিক কিছু কাজ করতে পারবেন ।
যেমনঃ ওয়েবসাইটের নাম, ট্যাগলাইন, ভাষা, ফ্রন্ট পেজের পোষ্ট সংখ্যা, কমেন্ট নিয়ন্ত্রণ, পার্মালিঙ্ক পরিবর্তন ইত্যাদি ।
ওয়ার্ডপ্রেস সেটিংস এর মেনুসমূহ:
- General Setting
- Writing Setting
- Reading Setting
- Discussion Setting
- Media Setting
- Permalink Setting
নিচে ওয়ার্ডপ্রেস সেটিংস এর মেনুসমূহের মধ্যে জেনারেল সেটিংসের (General Setting) কাজ কি এবং কিভাবে পরিবর্তন করবেন তার বর্ননা দেয়া হলঃ
WordPress General Setting
Settings → General এই লিঙ্কে গেলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।
Settings → General পেজে কিছু গুরুত্বপুর্ন ফর্ম আছে । যেগুলো আপনাকে পূরন করতে হবে । সেই ফর্ম গুলোর কাজ নিচে বর্ননা করা হল ।
-
Site Title :
এখানে আপনি আপনার সাইটের নাম অথবা টাইটেল দিবেন । সাইট লোড হবার সময় ব্রাউজারের টাইটেল বারে যেটি প্রদর্শিত হবে ।
-
Tagline :
সাইট টাইটেলের পরে এই Tagline দেখাবে ।
-
WordPress Address (URL) :
আপনার ওয়ার্ডপ্রেস সাইট যে ডিরেক্টরীতে ইন্সটল করেছেন এখানে সেটির ইউআরএল দিতে হবে ।
-
Site Address :
আপনি যদি আপনার সাইটের হোমপেজকে আলাদা দেখাতে ইচ্ছুক হন সেই ক্ষেত্রে আলাদা ইউআরএল ব্যবহার করতে পারেন এখানে । এছারা আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইট যে ডিরেক্টরীতে ইন্সটল করেছেন এখানে সেটির ইউআরএল দিতে হবে ।
-
Email Address :
এই ফিল্ডে এডমিনের ইমেইল দিতে হবে । ইনস্টলের সময় যে ইমেইল দিবেন সেটাই এখানে দেখাবে । ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে ।
-
Membership :
এই চেকবক্সে যদি টিক দেয়া থাকে তাহলে সাইটে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে । সাইটে যদি ইউজার নিবন্ধনের কোন কাজ না থাকে তাহলে এটা আনচেক করে রাখুন ।
-
New User Default Role :
এখান থেকে নতুন রেজিস্ট্রেশনকারী কি হিসেবে রেজিস্টার হবে সেটা ঠিক করা যায় । যেমনঃ
-
- Administrator :সাইটের সকলডাটা এক্সেস করতে পারবে ।
- Eidtor :সাইটে সরাসরি পোষ্ট প্রকাশ করতে, অন্যের লিখা সম্পাদন করতে, সাইটের সকল মন্তব্য সম্পাদন করতে এবং অবাঞ্চিত মন্তব্য মুছে দিতে পারবে ।
- Author :সাইটে সরাসরি পোষ্ট প্রকাশ করতে, পারবে । নিজের লেখা পোষ্ট এডিট এবং ডিলেট করতে পারবে । কিন্তু অন্য মেম্বারদের কোনো পোষ্ট এডিট বা ডিলেট করতে পারবে না ।
- Contributor :সাইটে পোষ্ট লিখতে এবং এডিট করতে পারবে কিন্তু সরাসরি প্রকাশ করতে পারবে না । পোস্ট পেন্ডিং হয়ে থাকবে ।
- Subscriber :সাইটে পোষ্ট করতে পারবে না । শুধুমাত্র তার নিজের প্রোফাইল পরিবর্তন করতে পারবে ।
-
Timezone :
এখান থেকে সাইটের সময় কোন টাইমজোনে দেখাবে সেটা ঠিক করে দিতে পারেন । যেমন আমি “UTC+6” দিয়েছি কারন এটা বাংলাদেশের টাইমজোন ।
-
Date Format :
এখানে থেকে আপনার সাইটের তারিখ এর ফরম্যাট ঠিক করে নিতে পারবেন ।
-
Time Format :
এখান থেকেও একইভাবে সময় AM বা PM সহ নাকি ২৪ ঘন্টা ফরমেটে দেখাবে ইত্যাদি ঠিক করে দিতে পারবেন ।
-
Week Starts On :
আপনার সাইটের সপ্তাহের দিন শুরু হবে কোন দিন থেকে তা এখানে থেকে পরিবর্তন করতে পারবেন ।
সব ঘর পূরন করা শেষ হলে Save Changes বাটনে ক্লিক করুন ।