গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস সেটিংস এর মেনুসমূহের মধ্যে রাইটিং সেটিংসের (Writing Settings) এর কাজ কি এবং কিভাবে সম্পাদন করা যায় এটা দেখেছিলাম ।
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটিংসের Writing Settings এর কাজ কি ?
আজকে আমরা ওয়ার্ডপ্রেস সেটিংস এর মেনুসমূহের মধ্যে রিডিং সেটিংস (Reading Settings) নিয়ে আলোচনা করব ।
Reading Settings
Settings → Reading এই লিঙ্কে গেলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।
Settings → Reading পেজে কিছু গুরুত্বপুর্ন ফর্ম আছে । যেগুলো আপনাকে পূরন করতে হবে । সেই ফর্ম গুলোর কাজ নিচে বর্ননা করা হল ।
- Front page displays : আপনার সাইটের ফ্রন্টপেজে কি দেখাবেন সেটা এখান থেকে নির্বাচন করবেন ।
- এই সেটিংসে আপনি দুটি রেডিও বাটন পাবেনঃ
-
- Your latest posts :আপনার সাইটে নতুন পোস্ট পাবলিশ করলেই সয়ংক্রিয়ভাবে সেগুলো হোম পেজে প্রদর্শন করবে Your latest posts নির্বাচন করা থাকলে ।
- A static page :আপনার সাইটের ফ্রন্টপেজে যদি নতুন পোষ্টগুলো না দেখিয়ে কোনো পেজ দেখাতে চান তাহলে এই বাটনে ক্লিক করুন ।
-
- এখানে দুটি ড্রপডাউন মেনু আছেঃ
Front Page : এখান থেকে আপনার তৈরী পেজটি সিলেক্ট করে দিন যেটা আপনার সাইটের ফ্রন্টপেজে দেখাতে চান ।
Posts Page : এখানে যে পেজটি সিলেক্ট করবেন, সেই পেজটাই হবে আপনার ব্লগ
- Blog pages show at most : আপনার ব্লগের ফ্রন্টপেজে কয়টি পোষ্ট দেখাতে চান তার সংখ্যা এখানে দিন ।
- Syndication feeds show the most recent : এটার মানে হল RSS বা ফিড ।
- RSS বা ফিডে কয়টি পোষ্ট দেখাতে চান তা এখান থেকে নির্বাচন করুন ।
- For each article in a feed, show : RSS বা ফিডে পুরো পোস্ট দেখাবে নাকি পোস্টের কিছু অংশ দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন ।
-
- Full Text :RSS বা ফিডে পুরো পোস্ট দেখাতে চাইলে এখানে ক্লিক করুন ।
- Summary :RSS বা ফিডে পোস্টের কিছু অংশ দেখাতে চাইলে এখানে ক্লিক করুন ।
- Search Engine Visibility : আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার সাইটকে সার্চ ইঞ্জিন থেকে ইনডেক্স করবে না ।
- মানে আপনার সাইটটি সার্চ ইঞ্জিনে দেখাবে না ।